Thursday, July 31, 2025
১৬ শ্রাবণ ১৪৩২

সদ্যপ্রাপ্ত

>> সীমান্তে হত্যা বন্ধ না হলে লং মার্চের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

>> ‘ফেব্রুয়ারিতে আপত্তি নেই, তবে যেনতেন ভোট চায় না জামায়াত’: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

>> ইসলামিক এনজিওকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার তাগিদ প্রধান উপদেষ্টার

>> রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ থাকবে গ্যাস

>> তর্ক-বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্রের পথ বের করতে হবে: মির্জা ফখরুল

>> গুমে সেনাসদস্যরা সংশ্লিষ্ট থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

>> সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ ও বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ গঠনে একমত রাজনৈতিক দলগুলো

>> নারী এশিয়ান কাপে ঐতিহাসিক সাফল্য

>> বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

>> ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

আপনি পড়ছেন : Media Bias & Fact-Check

তর্ক-বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্রের পথ বের করতে হবে: মির্জা ফখরুল


Desk Report
2025-07-06 20:23:15
তর্ক-বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্রের পথ বের করতে হবে: মির্জা ফখরুল
ছবি:সংগৃহীত

তর্ক-বিতর্ক গণতন্ত্রের সৌন্দর্য, এর মধ্য দিয়েই সবাই মিলে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ খুঁজে বের করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের ক্ষমতায়ন এবং সার্বভৌমত্ব নিশ্চিত করার প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


রবিবার বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্রাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐকমত্য অপরিহার্য’ শিরোনামে জাতীয় সংলাপে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্বরা বক্তব্য দেন।


গণতন্ত্রের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ তর্ক-বিতর্কের মাঝেও একটা জায়গায় এসে পৌঁছেছে। আলোচনা, তর্ক-বিতর্কের মধ্য দিয়েই আমরা সত্যিকার অর্থে গণতন্ত্রের পথ বের করতে পারব। কোনো নেতিবাচক চিন্তা না করে, আমরা যেন দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি, সেই চেষ্টা করতে হবে।’

ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন মত থাকবে। তবে সেগুলোকে এক জায়গায় এনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যাবে।’

বাংলাদেশের মানুষ যেকোনো ক্রান্তিকালে ঐতিহাসিকভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় স্বার্থ রক্ষার্থে সেই তিতুমীরের সময় থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত প্রতিটি সময় দেশের মানুষ বিপদে রুখে দাঁড়িয়েছে।’

বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে জানিয়ে দলটির মহাসচিব বলেন, ‘২০১৬ সালেই আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। ২০২৩ সালে ৩১ দফার কথা বলেছি। সেখানে পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। এখন কোথায় সমস্যা হচ্ছে, তা বুঝতে পারছি না। আমার মনে হয়, এই জায়গাটাতে আমাদের চিন্তা-ভাবনায় এক হওয়া দরকার।’


ফখরুল বলেন. ‘জনগণের মধ্যে কোনো বিভেদ নেই, মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই আমাদের তো বিভিন্ন মত থাকবেই। সেই মতগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা অন্তত এক জায়গায় আসি যে আমরা গণতন্ত্রে ফিরে যাবো, জনগণের  ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবো। তারা ভোটের মাধ্যমে তাদের মত প্রতিষ্ঠিত করবে। এতে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণকে ক্ষমতায়িত করতে হবে। জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। সেটা করতে পারলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবো।’