Friday, August 1, 2025
১৭ শ্রাবণ ১৪৩২

সদ্যপ্রাপ্ত

>> সীমান্তে হত্যা বন্ধ না হলে লং মার্চের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

>> ‘ফেব্রুয়ারিতে আপত্তি নেই, তবে যেনতেন ভোট চায় না জামায়াত’: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

>> ইসলামিক এনজিওকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার তাগিদ প্রধান উপদেষ্টার

>> রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ থাকবে গ্যাস

>> তর্ক-বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্রের পথ বের করতে হবে: মির্জা ফখরুল

>> গুমে সেনাসদস্যরা সংশ্লিষ্ট থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

>> সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ ও বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ গঠনে একমত রাজনৈতিক দলগুলো

>> নারী এশিয়ান কাপে ঐতিহাসিক সাফল্য

>> বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

>> ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

আপনি পড়ছেন : আবহাওয়া

কালবৈশাখী ঝড়ের আভাস


স্টাফ রিপোর্টার
2025-04-21 ১:০০ পিএম
কালবৈশাখী ঝড়ের আভাস
ছবি:সংগৃহীত

ঢাকার আকাশজুড়ে আজ সকাল থেকেই মেঘের আনাগোনা ছিল। সকাল নয়টার দিকে ঢাকার বিভিন্ন স্থানে কিছুুটা সময় বৃষ্টিও হয়। এরপরই আবার রোদ ওঠে। ঘণ্টাখানেক বাদে রোদ সরে গিয়ে আবার আকাশে মেঘের প্রত্যাবর্তন ঘটে।

এখন প্রায় দুপুর ১২টা পার হয়ে গেছে। এখনো আকাশজুড়ে কালো মেঘ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার বিভিন্ন স্থানে আবারও বৃষ্টি শুরু হতে পারে আজ।বিভিন্ন জায়গায় বজ্রমেঘ সৃষ্টি হয়েছে। সে কারণেই এই বৃষ্টি।

এখন যে বৃষ্টি বা ঝড়ো হাওয়া, তা মূলত কালবৈশাখী হিসেবেই চিহ্নিত হবে।

কিন্তু কালবৈশাখী যখন হয়, তখন আকাশ কালো করে মেঘ আসে এবং একবারে বৃষ্টিও হয় অনেক। আজ এবং কয়েক দিন ধরেই রাজধানীতে তেমনটা হচ্ছে। বৃষ্টি অনেকটাই কম মেঘের তুলনায়। কেন এমন হচ্ছে,এ ব্যাপারে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, মেঘ আর বৃষ্টির লুকোচুরি খেলাটা হচ্ছে মূলত তাপমাত্রা যথেষ্ট না বাড়ার কারণে। তাপ বেশি থাকলে ক্রমান্বয়ে জলীয় বাষ্প সৃষ্টি হয়ে বজ্রমেঘ ও ঝড়ের সৃষ্টি হয়।

কিন্তু এখন যেটি হচ্ছে,সেটি মূলত কালবৈশাখী।

আফরোজা সুলতানা জানান, শুধু ঢাকা নয়, ময়মনসিংহ, বরিশাল, ভোলা, খুলনাসহ নানা স্থানে আজ বজ্রমেঘের সৃষ্টি হয়েছে। আর ঢাকায় এই মেঘ ও বৃষ্টি বিকেল পর্যন্ত চলতে পারে।আফরোজা সুলতানা জানান, শুধু ঢাকা নয়, ময়মনসিংহ, বরিশাল, ভোলা, খুলনাসহ নানা স্থানে আজ বজ্রমেঘের সৃষ্টি হয়েছে। আর ঢাকায় এই মেঘ ও বৃষ্টি বিকেল পর্যন্ত চলতে পারে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাতিয়ায়, ৫০ মিলিমিটার। এরপরই আছে নেত্রকোনা। সেখানে ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতে আবহাওয়ার একটি দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। এই মাসের পূর্বাভাসে বলা হয়েছিল, হালকা থেকে মাঝারি বেশ কয়েকটি তাপপ্রবাহ বয়ে যাবে। এর মধ্যে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেলেও তীব্র তাপপ্রবাহের সৃষ্টি এখনো হয়নি। এর মধ্যে কয়েক দফা বৃষ্টি হয়েছে। তাতে তাপমাত্রা কিছুটা প্রশমিত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, আগামী কয়েক দিন তাপমাত্রা খুব একটা কমবে না; বরং তা কিছুটা  বাড়তে পারে।

গত বছর ৩৫ দিন একটানা তাপপ্রবাহ বয়ে গিয়েছিল দেশের বিভিন্ন স্থানে।বিশ্বের ৭৬ বছরের ইতিহাসে তেমনটা হয়নি। সে তুলনায় এবার তাপপ্রবাহ কিছুটা হলেও কম।