সোমবার থেকে সারাদেশে তাপপ্রবাহ কমতে শুরু করেছে। আগামী ১০ দিন হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে কোনো ধরণের ঘূর্ণিঝড় কিংবা লঘুচাপের শংকা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।মে মাস দূর্যোগ প্রবণ হওয়ায় হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।
এদিকে দেশের বেশ কিছু এলাকা উপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি বেগে এবং কিছু ক্ষেত্রে ৬০- ৮০ কি.মি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সর্তকতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান,আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে।
সতর্কবার্তায় যেসব জেলার নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান।
এ ছাড়া সতর্কবার্তায় বজ্রপাতের বিষয়ে কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেয়া হয়েছে। এগুলো হলো—
* বজ্রপাত হলে ঘরে থাকুন।
* জানালা ও দরজা বন্ধ রাখুন।
* সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
* নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
* গাছের নিচে আশ্রয় নেবেন না।
* কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না, কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
* বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখুন।
* জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
* বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
* শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।