গত কয়েকদিনের তীব্র তাপদাহের পর আজ রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। আজ সকাল থেকেই আকাশ মেঘলা হতে শুরু করে,এবং দুপুর সাড়ে বারোটা নাগাদ নামে বৃষ্টি। গরমে হাঁসফাঁস করা নগরবাসী এ বৃষ্টিতে পেয়েছে কিছুটা প্রশান্তির ছোঁয়া।
গত সপ্তাহজুড়ে রাজধানীর তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছিল, যা জনজীবনে চরম দুর্ভোগ বয়ে এনেছিল। প্রচণ্ড রোদে রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা, অফিসপাড়া, বাজারসহ বিভিন্ন স্থানে ছিল ক্লান্তিকর নীরবতা। গরমের পাশাপাশি বাড়তি ছিল ধুলাবালি ও গরম বাতাসের তীব্রতা।
আজকের বৃষ্টি সেই গরমের কষ্ট কিছুটা লাঘব করেছে। বৃষ্টির পর তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে আসে এবং পরিবেশ হয়ে ওঠে অনেকটা মনোরম। বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কগুলো কিছুটা ভিজে গেলেও যানজটের তেমন কোনো বড় সমস্যা দেখা যায়নি। বরং অনেকে রাস্তায় দাঁড়িয়ে বা ছাদে উঠে বৃষ্টির আনন্দ উপভোগ করতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তারা আরো বলেছে, এই বৃষ্টি মূলত পশ্চিমা লঘুচাপের প্রভাবে হচ্ছে, যা দেশের অন্যত্রও স্বস্তি বয়ে আনবে।
নগরবাসীর জন্য এই বৃষ্টি শুধু আরাম নয়, স্বাস্থ্য ও পরিবেশের দিক থেকেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। ধুলিকণায় ভরা বাতাস কিছুটা পরিষ্কার হবে এবং জলবায়ুর স্বাভাবিক ভারসাম্য রক্ষায় সাহায্য করবে।
অনেকেই আজকের বৃষ্টিকে 'প্রকৃতির আশীর্বাদ' বলেই অভিহিত করেছেন। এমন স্বস্তির মুহূর্ত আরও বেশি করে ফিরে আসুক—এ প্রত্যাশা এখন ঢাকাবাসীর।