Friday, August 1, 2025
১৭ শ্রাবণ ১৪৩২

সদ্যপ্রাপ্ত

>> সীমান্তে হত্যা বন্ধ না হলে লং মার্চের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

>> ‘ফেব্রুয়ারিতে আপত্তি নেই, তবে যেনতেন ভোট চায় না জামায়াত’: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

>> ইসলামিক এনজিওকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার তাগিদ প্রধান উপদেষ্টার

>> রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ থাকবে গ্যাস

>> তর্ক-বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্রের পথ বের করতে হবে: মির্জা ফখরুল

>> গুমে সেনাসদস্যরা সংশ্লিষ্ট থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

>> সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ ও বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ গঠনে একমত রাজনৈতিক দলগুলো

>> নারী এশিয়ান কাপে ঐতিহাসিক সাফল্য

>> বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

>> ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

আপনি পড়ছেন : ঢাকা

ঢাকা মোটর শো

বৈদ্যুতিক গাড়ি ঘিরেই গ্রাহকের আগ্রহ


স্টাফ রিপোর্টার
2025-05-05 ১২:১৫ পিএম
বৈদ্যুতিক গাড়ি ঘিরেই গ্রাহকের আগ্রহ
ছবি:সংগৃহীত

ঢাকা মোটর শো২০২৫, এবারের আসরে ব্রেন্ড নিউ গাড়ি প্রদর্শন করে সুজুকি, গ্যাক মোটরস, ডংফেন, মিতসুবিশি, হোন্ডা, এমজি, প্রোটন, চাংগান, দিপালসহ বিভিন্ন ব্র্যান্ড।

 রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনের মোটর শোতে ১৭৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। তার মধ্যে গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ছিল ৯টি। আর অন্য প্রতিষ্ঠানগুলো ছিল গাড়ি ও মোটরসাইকেলশিল্প–সংশ্লিষ্ট। এর মধ্যে গাড়ি কেনার জন্য ঋণসহায়তা প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও ছিল। ১৮ বারের মতো ঢাকায় এই প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল। গত শনিবার তিন দিনের এই প্রদর্শনী শেষ হয়।

এসব গাড়ির মধ্যে এই মেলা বা প্রদর্শনীতে আগত ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি।


গাড়ি বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক গাড়ির প্রতি মানুষের আগ্রহ বাড়লেও এ ধরনের গাড়ি বিক্রি এখনো উল্লেখযোগ্য পরিমাণে বাড়েনি। বরং প্লাগ-ইন হাইব্রিড ধরনের ইঞ্জিনসহ বৈদ্যুতিক গাড়ির চাহিদা এখন বেশি। এ ধরনের গাড়ি বিদ্যুৎ ও জ্বালানি উভয় মাধ্যমে চলতে পারে বলে এসব গাড়ির চাহিদা বেশি।

এর মধ্যে যুক্তরাজ্যের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মরিস গ্যারেজের (এমজি) সাইবারস্টার মডেলের বৈদ্যুতিক গাড়িটির প্রতি ছিল বেশি আগ্রহ। দেশের বাজারে গাড়িটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। গাড়িটি একবার চার্জ করলে চলে ৫০০ কিলোমিটার। বৈদ্যুতিক এই গাড়িটিতে রয়েছে ৩৭৫ কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি। দেশের বাজারে গাড়িটি এনেছে র‌্যানকন ব্রিটিশ মোটরস। 

গাজীপুরে র‌্যানকনেরই আরেক প্রতিষ্ঠানের তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার মডেলের গাড়িও প্রদর্শিত হয় এবারের মোটর শোতে। এই গাড়ির দাম ৩৪ লাখ টাকা। গাড়িটি সাত আসনের। বিক্রেতারা জানান এই গাড়ি শহর কিংবা ঢাকার বাইরে চলাচলের জন্য বেশ আরামদায়ক ও কার্যকর।

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘ফর্মুলা আইইউটি’ নামের গাড়ি তৈরির দল নিজেদের তৈরি একটি ফর্মুলা গাড়িও এবারের প্রদর্শনীতে প্রদর্শন করা হয়। গাড়িটি নিয়ে আগামী অক্টোবরে চীনে আয়োজিত ‘ফর্মুলা স্টুডেন্টস চায়না ২০২৫’ প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা রয়েছে বলে দলটির সদস্যরা জানান। আইইউটি দলের প্রধান আহসানুল আমিন বলেন, ‘চীনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমরা চালকের নিরাপত্তা ও গাড়ির কারিগরি দিকটিকে বেশি প্রাধান্য দিচ্ছি।’