রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ শপিং মলে আগুনের খবর পাওয়া গেছে। আগুনের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
একইসঙ্গে ভবনের ছাদে আশ্রয় নেওয়া সাতজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস।
ক্যাপিটাল সিরাজ সেন্টার নামে বহুতল ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে।
ভবনের ভূ–গর্ভস্থ (বেসমেন্ট) তলায় আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে। যদিও প্রথমে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, ভবনের নিচতলায় থাকা একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে।
কীভাবে এই আগুনের সূত্রপতা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি।